বোর্ডের কার্যাবলী

কার্যাবলী
(ক) ইউনানী ও আয়ুর্বেদিক চিকিৎসা শিক্ষা নিতে ইচ্ছুক প্রতিষ্ঠানসমূহ আইনের অধীন স্বীকৃতি লাভের আবেদন জানালে সেগুলি বিবেচনা করা।
(খ) স্বীকৃত প্রতিষ্ঠানসমূহে দক্ষতার একটি যথোপযুক্ত মান বজায় রাখা।
(গ) অধ্যাদেশ এর বিধান মোতাবেক যোগ্য ব্যক্তিদের রেজিস্ট্রেশনের ব্যবস্থা করা।
(ঘ) অধ্যাদেশ এর কাজ চালিয়ে যাওয়ার জন্য কমিটি ও উপকমিটিসমূহ নিয়োগ করা।
(ঙ) ইউনানী ও আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতিসমূহের পরীক্ষা অনুষ্ঠান ও সনদ প্রদান করা।
(চ) ইউনানী ও আয়ুর্বেদিক চিকিৎসা ব্যবস্থায় গবেষণার সুযোগ সৃষ্টি এবং এতদুপলক্ষে গবেষণা কেন্দ্র বা একাডেমী স্থাপন করা।
(ছ) ইউনানী ও আয়ুর্বেদীয় ঔষধ এর মান উন্নয়নের ব্যবস্থা করা।
(জ) শিক্ষক ও শিক্ষার্থীদের প্রয়োজন মেটানোর জন্য প্রয়োজনীয় পাঠ্যপুস্তক তৈরী ও প্রকাশ করা।
(ঝ) ইউনানী ও আয়ুর্বেদিক চিকিৎসা ব্যবস্থার উপর জার্নাল, সাময়িকী ও বুলেটিন প্রকাশ করা।
(ঞ) ইউনানী ও আয়ুর্বেদীয় ফার্মাকোপিয়া এবং এই অধ্যাদেশ এর অধীন নিবন্ধিত চিকিৎসকদের জন্য নীতিমালা তৈরী ও প্রকাশ করা।
(ট) স্বীকৃত প্রতিষ্ঠানসমূহের ছাত্রদের স্কলারশীপ ও স্টাইপেন্ড প্রদান।
(ঠ) অধ্যাদেশ এর অধীন সনদ, ডিপ্লোমা অথবা ডিগ্রী মঞ্জুর অথবা প্রদানের উদ্দেশ্যে বোর্ডের পরীক্ষায় অংশগ্রহণের জন্য ফিস অথবা চার্জ গ্রহণ।
(ড) স্বীকৃত ইউনানী ও আয়ুর্বেদীয় চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মঞ্জুরী প্রদানের নিমিত্ত সরকারের কাছে সুপারিশ করা।
(ঢ) উপযুক্ত মানের ইউনানী ও আয়ুর্বেদিক কলেজ, হাসপাতাল এবং দাতব্য চিকিৎসালয় স্থাপনের ব্যবস্থা করা।
(ন) ইউনানী ও আয়ুর্বেদীয় হাসপাতালসমূহ ও চিকিৎসালয়গুলোতে ঔষধপত্র ও প্রয়োজনীয় অন্যান্য কিছু সরবরাহের জন্য একটি ইউনানী ও আয়ুর্বেদীয় চিকিৎসা স্টোর স্থাপন ও চালু করা, এবং
(ত) অধ্যাদেশ এর অথবা বিধানসমূহের আওতায় কর্তৃত্বাধীন বা প্রয়োজন এই ধরনের যাবতীয় কাজ সম্পন্ন করা।